Wednesday, September 25, 2013

Google-এ URL সাবমিট

Filled under:

আসালামু আলাইকুম।  আমি আজকে দেখাব কিভাবে Google-এ URL Submit করতে হয়। তো চলুন শুরু করা যাক।
আপনার Website-কে Google এর আওতায় আনতে হলে URL Submit করা অত্যান্ত জরুরি।

 URL Submit-এর জন্য প্রথমে আপনাকে নিচের লিঙ্কে যেতে হবে-
http://www.google.com/addurl


উপরের চিত্রের মতো URL -এর  জায়গায় আপনার Site-এর URL দিন যেমন : http://adcd.tk
CAPTCHA পূরন করে Submit Request-এ Click করুন।
সব ঠিকঠাক পূরন হলে একটি Massage আসবে। ঠিকঠাক পূরন না হলে Error Massage দেখাবে।
তো হয়ে গেল আপনার ‍Site-এর URL Submit।
আপনারা চাইলে আমার Site-থেকে ঘুরে আসতে পারেন।
http://androidtutorial4u.tk

0 comments:

Post a Comment