Sunday, September 22, 2013

Keyword Density (কিওয়ার্ড ডেনসিটি)

Filled under:

 একটা পেজের কোন একটি পোস্টে কোন একটা নির্দিষ্ট কিওয়ার্ড কতবার ব্যবহৃত হয়েছে এটা কিওয়ার্ডটির ডেনসিটি। মানে একটু বুঝিয়ে বলি, ধরুন আপনি body building নিয়ে আপনার সাইট এ একটি পোস্ট করবেন। তাহলে আপনার keyword হল body building. এখন আপনি আপনার সাইট এ নতুন পোস্ট লেখার সময় সব সময় খেয়াল রাখবেন যেন আপনার পোস্ট এর হেড লাইন এ এই কি ওয়ার্ড টি থাকে আবার যেন ওই পোস্ট এর বডি সেকশন এও body building কথাটি থাকে।
body building যেহেতু আপনার কি ওয়ার্ড তাই আপনার পোস্ট এ এই শব্দ দুইটির মোট ঘনত্ব ই হল আপনার keyword density.
সার্চ ইঞ্জিন গুলোর কাছে এর গুরুত্ব অনেক। আপনার সাইটের জন্য পোস্ট গুলো এমন ভাবে তৈরি করুন যেন কি ওয়ার্ড এর ডেনসিটি বা ঘনত্ব খুব বেশি না হয় আবার খুব কমও না হয়ে যায়। আপনার আপনার পোস্ট এর head section, body section এ আপনার keyword রাখুন। কিন্তু আবার, পোস্ট এর ৫০% শব্দই keyword রিলেটেড করে দিয়েন না, তাহলে গুগল রাগ করবে, আর গুগল রাগ করলে কি হবে বুঝতেই তো পারছেন।

0 comments:

Post a Comment